ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘বাহুবলীর’ নায়ক হতে গিয়ে হাসপাতালের বিছানায় যুবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ১৫ নভেম্বর ২০১৭

নাগালের মধ্যে হাতি পেলেন। সঙ্গে মাহুতও নেই। যদি ভেবে থাকেন যে, হাতিকে কিছু ফল ‘ঘুষ’ দিয়ে তাকে নিয়ে ‘বাহুবলী’ সিনেমার কসরত দেখাবেন তাহলে কিন্তু ভুল। সম্প্রতি এমনই এক ভুল করেছেন কেরালার এক যুবক।

কেরালার এক রাবার বাগানে ‘পর্থন’ নামের একটি হাতিকে একা পেয়ে ‘বাহুবলী’ সিনেমার নায়ক প্রভাসের মত স্টান্ট দেখানোর লোভে পরেন ২৩ বছর বয়সী এ যুবক। কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই এবং হাতিটির মাহুতের অনুপস্থিতিতেই ফেসবুকে লাইভে এসে নিজের এ ‘হিরোগিরি’ দেখানোর পরিকল্পনা করেন তিনি।

বাগানের পাশের একটি দোকান থেকে ফল কিনে আনেন জন। সঙ্গে থাকা বন্ধুকে মোবাইল ফোন দিয়ে চলে আসেন ফেসবুক লাইভে। কোনো ধরনের পূর্ব পরিকল্পনা কিংবা প্রস্তুতি ছাড়াই এমন দুঃসাহসী কাজ করতে যান এ যুবক। ‘হস্তি মশাই’ও কম যায় না। শুরুতে সব ফল খেয়ে নেয় হাতি মহাশয়। এরপরই যখন জন শুড় দিয়ে হাতির পিঠে ওঠার চেষ্টা করেন তখন উলটো চপেটাঘাত খেতে হয় জনকে।

ভিডিওতে দেখা যায়,  প্রথমবার ফল দিলে খেয়ে নেয় হাতিটি। এ কারণেই মনে হয় তার আত্মবিশ্বাস বেড়ে যায়। দ্বিতীয়বারও ফল এনে দেন জন। এরপরেই শুড়ে চেপে পিঠে ওঠার অনুশীলন শুরু করেন তিনি। এসময় সঙ্গের বন্ধুরা অনেকবার তাকে নিষেধ করলেও ‘বাহুবলী’ই যেন ভর করেছিল তাকে। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডেই শেষ হয়ে যায় ‘বাহুবলী পার্ট-৩’। ‘পর্থন’ তার শুড় দিয়ে সজোরে আঘাত করে জনকে। জন উলটো দিকের একটি গাছের ওপর আছড়ে পরেন। হাতির এ চপেটাঘাতের মাত্রা বুঝতে চাইলে জেনে রাখুন আঘাতের পর জনের আর নড়াচড়া করারও উপায় ছিল না। একপ্রকার নিথর হয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা হাসপাতালে নিয়ে যায় তাকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জনের ঘাড় ভেঙ্গে গিয়েছে, চিকিৎসা চলছে।

টেলিভিশনের পর্দায় যা দেখা যায় তা বাস্তবে অনেকটাই ব্যতিক্রম আর ঝুঁকিপূর্ণ। এসব ভিডিওতে উল্লেখ থাকে যেন এসব কসরত ব্যক্তিগত উদ্যোগে করা না হয়। নিষেধ অমান্য করলে জনের মত এমনই ‘হাতির চড়’ সইতে হবে।

সূত্রঃ বিবিসি বাংলা

//এস এইচ// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি