ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ৪ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:০৬, ৪ আগস্ট ২০১৯

সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে বাড়ছে রোগীর চাপ। তবে ডেঙ্গু পরিক্ষায় প্রয়োজনীয় সরঞ্জামের অপ্রতুলতা আছে।  সরকারী হিসেবে সারাদেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বলছে, আক্রান্তের সংখ্যা ২২,৯,১৯ জন। হাসপাতালে ভর্তি সাড়ে ৬,৮,৫৮ জন।

বরগুনা জেলায় এপর্যন্ত ৪৩ জন ডেঙ্গু রোগি সনাক্ত হয়েছে। শনিবার ১৮ মাসের শিশু তৌহিদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বরিশাল মেডিকেলে ২১৬ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৭৫ জন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। মারা গেছেন দুই জন। এদিকে, ডেঙ্গু শনাক্তকরণের ব্লাড প্লাটিলেটস পরীক্ষার জন্য এন্টিজেন্টের সংকট দেখা দিয়েছে। তবে রোগীদের সুবিধার্থে হাসপাতালে কন্ট্রোলরুম খোলা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা একশ’ ছাড়িয়েছে। বর্তমানে ১শ ৭ জন রোগী চিকিৎসাধিন। তবে হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় দুর্ভোগ বেড়েছে রোগীদের।

সিলেটে বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ৮০ জন রোগি চিকিৎসা নিয়েছেন। ভর্তি রয়েছেন প্রায় ৯০ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ২২১ জন। শনিবার ভর্তি হয়েছেন ৩৬ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১৩জন।

রাজশাহীতে শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। এ সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন দুইজন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন ৬৩ জন। 
দিনাজপুর এম,আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু সনাক্ত করা হয়েছে ৬৩ জনকে। বর্তমানে চিকিৎসাধীন ৪১ জন। রোগীর চাপ সামাল দিতে তিনটি ডেঙ্গু ওয়ার্ড চালু করেছে কর্তৃপক্ষ।

গাইবান্ধায় ১৫ জনের মধ্যে কয়েকজনকে আশংকাজনক অবস্থায় রংপুরে পাঠানো হয়েছে।

নওগাঁয় ৩০ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ২০ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সিরাজগঞ্জে নতুন করে ১৪ জন-সহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১শ ১৪ জনে ।

ভৈরবে গত ৩ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  হয়েছে ১৫ জন। মারা গেছে একজন।

এছাড়া নড়াইলে ১৫, শেরপুরে ২৫, রাজবাড়ীতে ৪৮, সাতক্ষীরায় ৪৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি