বাড়ি ফিরেছেন তামিম ইকবাল
প্রকাশিত : ১৫:৩৫, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ১৫:৪৯, ২৮ মার্চ ২০২৫

ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে শুক্রবার দুপুরে বাসায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির একজন চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন, "তামিম বর্তমানে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শেই তাকে বাড়িতে পাঠানো হয়েছে। পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নিয়ে তার পরিবার সিদ্ধান্ত নেবে।"
এর আগে গত সোমবার প্রিমিয়ার লিগ ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তামিমকে কেপিজি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়ে এবং দু'বার হার্ট অ্যাটাক হয়েছে জানা যায়। জরুরি ভিত্তিতে তার হার্টে রিং পরানো হয়। একদিন কেপিজিতে চিকিৎসার পর মঙ্গলবার রাতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, "তামিমের ক্রিকেটে ফেরার সম্ভাবনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী তিন থেকে চার মাস পর। কার্ডিয়াক টিম ও ফিজিওথেরাপিস্টরা তার অবস্থা পর্যবেক্ষণ করবেন। এমন হার্ট অ্যাটাকের পর রোগীদের জীবনযাত্রায় বড় রকমের পরিবর্তন আনতে হয়। তামিমকে নিয়মিত ফলোআপে থাকতে হবে, খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিন পরিবর্তন করতে হবে।"
চিকিৎসকরা তামিমের মানসিক স্বাস্থ্যের বিষয়েও বিশেষ নজর দিচ্ছেন। তার মানসিক চাপ কাটিয়ে উঠতে বিশেষজ্ঞ মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তারা তামিমকে কাউন্সেলিং সেবা দিচ্ছেন এবং নতুন জীবনযাপনের সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
উল্লেখ্য, তামিমের বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্রিকেট অঙ্গনে তামিমের ভবিষ্যৎ নিয়ে উৎসুক ভক্ত ও বিশ্লেষকরা, তবে চিকিৎসকরা স্পষ্ট করেছেন যে এটি সম্পূর্ণই তার শারীরিক সক্ষমতা ও চিকিৎসা প্রতিবেদনের ওপর নির্ভর করবে।
আরও পড়ুন