ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বাড়ি ফেরা হলো না জবি শিক্ষার্থী জ্বীমের

প্রকাশিত : ২১:৩৮, ২৪ জানুয়ারি ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১১তম ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী আ.স.ম. জুলহাজ জ্বীম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে গ্রামের বাড়ি বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দুর্ঘটনার শিকার হন জুলহাজ।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুই ভাই মোটরসাইকেলে করে ঢাকা থেকে গ্রামের বাড়ি বগুড়ার পথে রওনা দেন। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকার ঝাউল ওভারব্রীজের পূর্ব পাশে বিপরীত দিক আসা কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এসময় জ্বীম গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সরকার আলী আককাস একুশে টেলিভিশন অনলাইনকে জানান, সে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এখন একটি মাইক্রো ভাড়া করে আমাদের বিভাগের কিছু শিক্ষার্থী তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি