বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
প্রকাশিত : ১৭:৫৮, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩২, ২৪ জুন ২০১৭
রাঙামাটির লংগদুতে পাহাড়ীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তিনটিলা বৌদ্ধ বিহারের আশ্রয় কেন্দ্রে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত ২শ ১২ পরিবারকে নগদ ৫ হাজার টাকা ৩০ কেজি চাল, কাপড়সহ নিত্য ব্যবহার্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রিন হিলের উদ্যোগে নারীদের স্বাস্থ্য সেবায় ইউএন-ডিগনিটি কিট বিতরণ করে।
আরও পড়ুন