ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

বাড়ির পাশের পড়ে থাকা জমিতে পাম চাষ করে সফল যুবক

প্রকাশিত : ১০:১৮, ২৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:১৮, ২৩ অক্টোবর ২০১৬

বাড়ির পাশের পড়ে থাকা জমিতে পাম চাষ করে সফল হয়েছেন ভালুকার এক যুবক। তার সাফল্য দেখে পাম চাষে আগ্রহী হয়েছেন এলাকার অনেক মানুষ। চাষ ছড়িয়ে দিতে পারলে দেশের ভোজ্য তেলের চাহিদা কিছুটা হলেও মেটানো সম্ভব বলে মনে করেন কৃষিবিদরা। পাইলাব গ্রামের আনোয়ার হোসেন। মালয়েশিয়ায় কাজ করতেন পাম ক্ষেতে। একপর্যায়ে দেশে ফিরে অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাড়ির পাশে পড়ে থাকা ১০ একর জমিতে গড়ে তোলেন পাম-বাগান। ৪ বছরের পরিচর্যায় এ বছর ধরেছে ফল। লাভজনক পাম চাষের সফল আবাদ দেখে বিস্মিত স্থানীয়রাও। পাম আবাদ করে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্বপ্ন দেখছেন বেকার যুবকদের কর্মসংস্থানেরও। দেশের কয়েকটি স্থানে পাম চাষে সফলতা আসায় ভালুকায় এই আবাদ আরো ছাড়িয়ে দেওয়ার কথা জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি