ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-১ এ হেরেও ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রকাশিত : ১০:০৭, ৪ মে ২০১৬ | আপডেট: ১০:০৭, ৪ মে ২০১৬

চরম নাটকীয়তার ম্যাচে বায়ার্ন মিউনিখের সঙ্গে ২-১ এ হেরেও অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আলিয়ঞ্জ অ্যারিনায় ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে অ্যাটলেটিকোর ডিফেন্সকে ব্যস্ত রাখে বায়ার্ন। ২৯ মিনিটে জাভি আলেনসোর ফ্রি-কিকের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৩৪ মিনিটে পেনাল্টি পেলেও মুলারের শট ঠেকিয়ে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক ও ব্ল্যাক। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে দলকে সমতায় ফেরান গ্রিজম্যান। ৭৪ মিনিটে লিয়ান্ডোভস্কির গোলে আবারো এগিয়ে যায় বায়ার্ন। ৮৪ মিনিটে বক্সের ভিতরে ফার্নান্দো টোরেসকে ফাউল কারায় পেনাল্টি পায় অ্যাটলেটিকো। টোরেসেরই নেয়া শট রুখে দেন বায়ার্ন গোলরক্ষক নয়্যার। শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি জার্মান ক্লাবটি। ম্যাচ হারলেও প্রথম লেগে ১-০ গোলে জেতায় অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ফাইনালে উঠে যায় সিমিওনের দল।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি