বায়ার্নের কাছে হার, গ্রুপ পর্ব থেকে বার্সার বিদায়
প্রকাশিত : ১১:২৩, ২৭ অক্টোবর ২০২২
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বার্সেলোনার বিদায়। টানা দ্বিতীয় মৌসুমে গ্রুপ পর্ব থেকে বিদায়ের তিক্ত স্বাদ পেলো কাতালান ক্লাবটি। আর বার্সাকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে বায়ার্ন মিউনিখ।
বুধবার রাতে কাম্প নউয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন। সাদিও মানে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং। শেষ সময়ে তৃতীয় গোলটি করেন বাঁজামাঁ পাভার্দ।
তিনটি গোলেই অবদান রেখে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন সের্গে জিনাব্রি।
ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পরে কাতালানরা। ১০ মিনিটে সার্জি গেনাব্রির বাড়ানো বলে সাদিও মানের নিখুত ফিনিশিয়ে লিড নেয় বায়ার্ন।
৩১তম মিনিটে এরিক ম্যাক্সিম ব্যবধান বাড়ানোর পর শেষদিকে বেঞ্জামিন পাভার্ডের গোলে বড় নিশ্চিত করে হানসি ফ্লিক্সের শিষ্যরা। এখানেও অ্যাসিস্টের ভূমিকায় জিনাব্রি। তার দারুণ পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যে পাঠান চুপো-মোটিং।
প্রথমার্ধের শেষ দিকে আক্রমণে যায় বার্সেলোনা। বায়ার্নের বক্সে তাদের ডিফেন্ডার মাটাইস ডি লিখটের চ্যালেঞ্জে রবের্ত লেভানদোভস্কি পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতিতে থেকে ফিরে ৫৫তম মিনিটে দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠান জিনাব্রি। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, অফসাইডে ছিলেন তিনি। ফলে থেমে যায় জার্মান ফরোয়ার্ডের গোল উদযাপন।
তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার থেকে বল পেয়ে দূরের পোস্টে বাড়ান জিনাব্রি। ফাঁকায় বল পেয়ে নিখুঁত টোকায় বাকি জালে জড়ান ফরাসি ডিফেন্ডার পাভার্দ।
এই নিয়ে ১৩ বারের দেখায় ১০টিতেই হারল বার্সেলোনা, এর মধ্যে সবশেষ ৬টিই হারল তারা। বাকি তিন ম্যাচে বার্সেলোনার জয় দুটি, অন্যটি ড্র।
পাঁচ রাউন্ড শেষে বায়ার্নের পয়েন্ট ১৫। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। তৃতীয় হয়ে ইউরোপা লিগে অবনমিত বার্সেলোনার পয়েন্ট ৪।
এএইচ