ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিআরটিএতে ২৩ জনবল নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।  প্রতিষ্ঠানটি মোট ২৩ জনকে নিয়োগ দেবে। এ লক্ষ্যে সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে আবেদন চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সরকারি চাকরির প্রতি আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন। তার আগে বিজ্ঞপ্তিতে চোখ বুলিয়ে নিন একবার। মিলিয়ে নিন যোগ্যতার মাপকাঠি।
কোন পদে কত নিয়োগ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএতে উচ্চমান সহকারী পদে দুজন, হিসাবরক্ষক পদে একজন এবং অফিস সহায়ক ক্যাটাগরিতে ছয়জনসহ ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
পদগুলোয় আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। নিচে সেগুলো উল্লেখ করা হলো-
উচ্চমান সহকারী
এই পদে দু`জন নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহারে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
হিসাবরক্ষক
পদটিতে একজন নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক পাস হতে হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
কম্পিউটার অপারেটর
এই পদে দু`জন নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিষয় থেকে স্নাতকধারীদের দেওয়া হবে অগ্রাধিকার। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর
পদটিতে দু`জন নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অপারেটর এপ্টিটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।
সহকারী মোটরযান পরিদর্শক
এই পদে দু`জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি পাস হলেই পদটিতে আবেদন করা যাবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদটিতে ছয়জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে পদটিতে আবেদন করা যাবে। এ ছাড়া প্রার্থীকে অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেডে কারিগরি বৃত্তিমূলক দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা।
অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এই পদে দু`জন নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই পদটিতে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
অফিস সহায়ক
পদটিতে ছয়জন নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই পদটিতে আবেদন করা যাবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এ ঠিকানায়- উপ-পরিচালক, প্রশাসন, পুরনো বিমানবন্দর সড়ক, এলেনবাড়ী, তেজগাঁও, ঢাকা।
ডেটলাইন
এরইমধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন করা যাবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।


/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি