ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিআরটিএর ১৮ আগস্টের নিয়োগ পরীক্ষা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ১৭ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:১৬, ১৮ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ১৮ আগস্ট বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সব নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের দেওয়া বিজ্ঞপ্তিতে দেখা গেছে, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর ও সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে এসব পরীক্ষা ১৮ আগস্ট ঢাকার বিভিন্ন কেন্দ্রে হওয়ার কথা ছিল। পরে পরীক্ষা স্থগিত করা হয়।

উক্ত পদগুলোর নিয়োগ পরীক্ষার সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে বিআরটিএ। তবে প্রার্থীদের নামে ইস্যুকৃত প্রবেশপত্র যথারীতি বহাল থাকবে।

গত ১০ আগষ্ট উক্ত পদগুলোতে পরীক্ষার তারিখ ঘোষণা দেওয়া হয়েছিল।গত বছরের ডিসেম্বর মাসের বিশ তারিখে কম্পিউটার অপারেটর ও সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিআরটিএ।

আরকে/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি