ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বিআরটিসির জোয়ার সাহারা ডিপোতে কর্মীদের তালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০০, ৮ জানুয়ারি ২০১৯

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বিআরটিসি জোয়ার সাহারা ডিপোতে তালা ঝুলিয়ে দিয়েছেন চালক-শ্রমিকরা। ফলে মঙ্গলবার সকাল থেকে সব কার্যক্রম বন্ধ রয়েছে। ডিপোর ব্যবস্থাপক মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিপোর ব্যবস্থাপক বলেন, চালক-শ্রমিকদের কিছু দাবি দাওয়া আছে। এ জন্য মঙ্গরবার সকাল থেকেই তারা বিক্ষোভ করছে। সকালে কোনও বাস ডিপো থেকে বের হয়নি।

প্রসঙ্গত, বিআরটিসির জোয়ার সাহারা ডিপো থেকে টঙ্গী-মতিঝিল, আবদুল্লাহপুর-মতিঝিল, কুড়িল বিশ্বরোড-পাঁচদোনা রুটের একতলা ও দ্বিতল বাস চলাচল করে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানের স্টাফ বাস হিসেবে এ ডিপোর বাস চলাচল করে। ধর্মঘটের কারণে এ সব বাস সার্ভিস বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের একজন বলেন, আমাদের নয় মাসের বেতন বকেয়া। কর্মকর্তারা আশ্বাস দিয়ে এলেও বকেয়া বেতন আর পরিশোধ করা হচ্ছে না।

উল্লেখ্য, ওই ডিপোতে ১২০টি সচল বাস রয়েছে। এ সব যানবাহনের আয় থেকেই কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। কিন্তু কয়েক বছর ধরে লোকসানের কারণে এ ডিপোর প্রায় ৫০০ কর্মী নিয়মিত বেতন পাচ্ছেন না দীর্ঘদিন ধরে। ফলে বকেয়া বেতনের দাবিতে গত জুলাই মাসেও একবার আন্দোলনে নেমেছিলেন বিআরটিসির জোয়ারসাহারা ডিপোর বাস চালকরা। তখন তাদের ১০ মাসের বেতন বকেয়া ছিল।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি