বিএএসএম’র নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১০:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ এসোসিয়েশন অব স্পোর্টস্ মেডিসিন (বিএএসএম)-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ ৫টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
মহাসচিব ডা. মোঃ আলী ইমরানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক ডা. এ কে এম খুরশিদুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক ডা. শেখ শাহিনুর হোসেন, ডা. মোঃ সালেহ্ উদ্দিন মাহমুদ, দপ্তর সম্পাদক ডা. মোঃ নুরুজ্জামান খন্দকার, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান।
এছাড়া অধ্যাপক ডা. মোঃ সালাউদ্দিন আল আজাদ, অধ্যাপক ডা. সৈয়দ মোজাফ্ফর আহমেদ, অধ্যাপক ডা. কৃষ্ণ প্রিয় দাশ, ডা. দেবাশীষ চৌধুরী, ডা. মোছাঃ নিলুফার ইয়াছমীন, ডা. ইন্দ্রজিত কুমার কুন্ডু, ডা. মোঃ রসুল আমিন, ডা. মোঃ রাসেল, ডা. শায়লা শারমীন শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের প্রস্তাব, মতামত ও আলোচনা শেষে সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ
১. ক্রীড়াবিদ ও ক্রীড়াঙ্গনের সাথে সংশ্লিষ্ট সকলের আধুনিক ও যুগোপযোগী স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য স্পোটর্স মেডিসিন ক্লিনিংয়ের কার্যক্রম শুরু করা।
২. সকল জাতীয় ক্রীড়া ফেডারেশনের অংশগ্রহণে স্পোর্টস্ মেডিসিন বিষয়ক সেমিনার-কর্মশালার আয়োজন।
৩. এন্টি-ডোপিং কার্যক্রমকে স্পোর্টস্ মেডিসিন এসোসিয়েশনের আওতায় অন্তর্ভুক্ত করে এর কর্মসূচি দেশব্যাপী বিস্তৃত ও বাস্তবায়ন।
৪. দেশব্যাপী মৌলিক ধারণা সম্পন্ন স্পোর্টস্ মেডিসিন চিকিৎসক তৈরির নিমিত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস্ মেডিসিন ইন্সটিটিউট স্থাপন ও ৬ মাস মেয়াদি ‘স্পোর্টস্ মেডিসিন সার্টিফিকেট কোর্স’ প্রচলন।
৫. আগামী ২০২৩ সালকে কেন্দ্র করে যুগোপযোগী একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
এই পরিকল্পনা বাস্তবায়নে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন কমিটি।
এএইচ/