ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি-জামাতের মাধ্যমে অনেক অপকর্ম হয়েছে : নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামাতের রক্ত দূষিত হয়ে গেছে। এই দূষিত রক্তরাই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা চালায়, হাওয়া ভবন তৈরি করে। তাদের মাধ্যমে আরও অনেক অপকর্ম হয়েছে। তাই এই দূষিত রক্ত পরিত্যাগ করে আগামী নির্বাচনে বিশুদ্ধ রক্তের আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনতে হবে।

আজ শুক্রবার বিকালে কক্সবাজার মেডিক্যাল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সন্ধানীর ৩৮তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সন্ধানী লাখো মানুষের জীবন বাঁচায়। তারা মানুষের চোখে আলো দেয়। নানাভাবে তারা মানুষের সেবা করে চলেছে। সন্ধানীর সদস্যদেরকেও আগামীতে পেশাগত জীবনে মানুষের সেবায় আরও বেশি নিবেদিত হতে হবে। সদস্যদের কোনভাবেই অসৎ হওয়া চলবে না। তাদের ধূমপানের অভ্যাস থাকলে তা পরিহার করতে হবে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুশফিকুল মুকিত, সন্ধানীর সাবেক কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক ডা. মনিলাল আইচসহ আরও অনেকেই।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি