ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

বিএনপি-জামায়াতের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা: চিফ হুইপ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ২৯ জুলাই ২০২৪

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, সরকারের সবারই এদিকে দৃষ্টি ছিল ছাত্রদের কোটা আন্দোলন দিকে কিন্তু জামায়াত-বিএনপি এটাকে অন্য রূপে নিয়ে নাশকতা করেছে। তাদের উদ্দেশ্য ছিল গণভবন দখল করা। 

সোমবার সকালে মাদারীপুরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম, পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স, জেলা আওয়ামী লীগের অফিস, সার্বিক পেট্রোল পাম্প, সার্বিক বাস ডিপো পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, গোয়েন্দা নজরধারীর কারণে আমাদের প্রধানমন্ত্রী, গণভবন ও সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করা সম্ভব হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সাংসদ তাহমিনা বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. শফিউর রহমান, মাদারীপুর ও শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি