ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপি নেতা আলাল আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:১১, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করছে পুলিশ। আজ শনিবার দুপুর সোয়া ১২টার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মতিঝিল জোনের ডিসি শিবলি নোমান গণমাধ্যমকে বলেন, সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। আদেশ ভঙ্গ করে তারা রাস্তার ওপর কর্মসূচি করছিল। এ কারণে তাদের আটক করা হয়েছে।  

অনেক নেতাকর্মী কার্যালয়ের ভেতরে এখনও অবরুদ্ধ আছেন। বের হলেই তাদের আটক করছে পুলিশ। উল্লেখ্য খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ার প্রতিবাদে কালোপতাকা কর্মসূচি দেয় বিএনপি।

/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি