বিএনপি নেতা তরিকুল আর নেই
প্রকাশিত : ১৭:৪৬, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৫৩, ৪ নভেম্বর ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম আর নেই। আজ রোববার বিকেলে তিনি মারা যান। দীর্ঘ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে বিএনপির মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন।
তরিকুল ইসলামের মারা যাওয়ার বিষয়টি একুশে টেলিভিশনকে নিশ্চিত করেছেন, যশোর যুব দলের সভাপতি। তিনি বলেন, সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম আর নেই।
তরিকুল ইসলাম ১৯৪৬ সালের ১৬ নভেম্বর যশোর শহরে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল আজিজ একজন ব্যবসায়ী ছিলেন। মাতা মোসাম্মৎ নূরজাহান বেগম ছিলেন একজন গৃহিণী।
তিনি দুই পুত্র সন্তানের জনক। স্ত্রী নারর্গিস ইসলাম তার অন্যতম রাজনৈতিক সহযোদ্ধা। তিনি যশোর সরকারি সিটি কলেজে বাংলা বিভাগের উপাধ্যাক্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন।
পারিবারিক ব্যবস্থাপনায় ইসলামের বাল্যশিক্ষা শুরু হয়। অতঃপর ১৯৫৩ সালে তিনি যশোর জিলা স্কুলে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। একটানা আট বৎসর শিক্ষা গ্রহণের পর ১৯৬১ সালে তিনি এই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৬৩ সালে তিনি যশোর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় থেকে আই. এ. এবং ১৯৬৮ সালে একই কলেজ থেকে তিনি অর্থনীতিতে বি. এ. (অনার্স) ডিগ্রি লাভ করেন। ১৯৬৯ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্থনীতিতে এম. এ ডিগ্রি লাভ করেন।
আরও পড়ুন