ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিএনপি পাকিস্তানপন্থী দল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:৫৫, ২৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে পাকিস্তানপন্থী দল হিসেবে চিহ্নিত করেছেন আন্তর্জাতিক দুই গবেষক। এ ছাড়া দলটি কট্টোর ইসলামপন্থাকেও সমর্থন করে বলে দাবি তাদের।

যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া ভিত্তিক দুটি প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। অস্ট্রেলিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠান `ইস্ট এশিয়া ফোরামে`র প্রকাশিত নিবন্ধটির শিরোনাম, "চায়না এন্ড ইন্ডিয়া`স জিওপলিটিক্যাল টাগ অব ওয়ার ফর বাংলাদেশ"। অর্থাৎ বাংলাদেশ নিয়ে চীন এবং ভারতের ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব যুদ্ধ এবং নিউইয়র্ক ভিত্তিক `ওয়ার্ল্ড পলিসি রিভিউ` ঠিক এ বিষয়েই `উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারসের` নিবন্ধে এমন দাবি করা হয়েছে।

দুটি লেখাতেই বাংলাদেশের সঙ্গে চীন এবং ভারতের সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, বাংলাদেশর রাজনীতি ও নির্বাচন এবং দেশটির ওপর প্রভাব বিস্তারের জন্য এই দুই বৃহৎ শক্তির দ্বন্দ্বের বিষয়ে বেশ কিছু পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ রয়েছে। ভারত এবং চীন, দুটি দেশের সঙ্গেই বাংলাদেশের রয়েছে ঘনিষ্ঠ অর্থনৈতিক-বাণিজ্যিক এবং সামরিক সহযোগিতার সম্পর্ক।

বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক বর্ণনা করতে গিয়ে তারা বলেন, ভারত ও চীন মূলত নিজেদের স্বার্থে বাংলাদেশের দলগুলোকে সময়ে সময়ে সমর্থন দিয়ে আসছে। ভারত শুরু থেকেই আওয়ামী লীগের আস্থাভাজন। অন্যদিকে বিএনপি জামায়াতপন্থী হিসেবে পরিচিত। বিশেষ করে ২০০১ সালের পর থেকে বিএনপির উপর আস্থা হারায় ভারতীয় রাজনীতিকরা। তাই বিএনিপ ভারতের আস্থা অর্জন করতে হলে অবশ্যই জামায়াতের সঙ্গ ছাড়তে হবে বলেও মন্তব্য করেন ওই দুই গবেষক।

সূত্র: বিবিসি
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি