ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিএনপি ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:২০, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে বাধা দিয়ে সরকার চোরাবালির আরও গভীরে ঢুকে গেছে। আর সেই চোরাবালিতে পড়ে আত্মোদ্ধারে দেশের গণতন্ত্রকে হরণ করছে সরকার।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে নাসের্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ন্যাব) আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ খালেদা জিয়াকে জেলে আটকে রাখা হয়েছে। তার কি অপরাধ ছিলো? তার দোষ কি এই- তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে, ব্যাংক লুটের প্রতিবাদ করে, শেয়ার বাজার ধংসের প্রতিবাদ করে এবং জনগনের জন্য লড়াই করে।

বিএনপি ভেঙ্গে যেতে পারে আওয়ামী লীগসহ বিভিন্ন মহলে যে গুঞ্জন ওঠেছে, তা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘খালেদাকে জেলে দিয়ে সরকার বিএনপিকে ভাঙ্গতে চেয়েছিল। তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিএনপি ভাঙ্গেনি বরং আগের তুলনায় এখন আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী।’

গণতন্ত্রের প্রতিষ্ঠায় বিএনপির নানা সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে।

খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে দলটির এই প্রবীণ নেতা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৩ টি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

খালেদা জিয়াকে জেলে রেখে আগামী নিবার্চন করতে চায় আওয়ামী লীগ, এমনটা দাবি করে তিনি বলেন,সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নিবার্চন হলে দেশে জাতীয়য়তাবাদী শক্তি সরকার গঠন করবে। বর্তমান সরকারের ভরাডুবি হবে।

এএ/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি