বিএনপি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল : মেনন
প্রকাশিত : ২০:২১, ৩ জানুয়ারি ২০১৯
(ফাইল ফটো)
সমাজকল্যানমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থার যে উন্নয়ন করেছে, দেশের মানুষ আজ তার সুফল পাচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সমাজকল্যাণমন্ত্রীর মিন্টু রোডস্ত বাসভবনে, বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, বিএনপি ক্ষমতার অপব্যবহার করে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছিল। বিএনপির লুটপাটের কারণে বাংলাদেশ তখন দুর্ণীতিতে হ্যাট্রিক করেছিল। শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়েরা সময়মত বই পেতো না। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা এখন বছরের প্রথম দিনই নতুন বই পাচ্ছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহসীন রেজা, সমিতির ঢাকা মহানগর উত্তরের সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান, টিএন্ডটি কলেজের অধ্যক্ষ কাজী কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
এসএইচ/
আরও পড়ুন