‘বিএনপিকে নিয়ে ভাববার সময় নেই’
প্রকাশিত : ১৩:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

আন্দোলনের নামে উচ্ছৃঙ্খলতা-বিশৃংখ্যলা ছাড় দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, আন্দোলনের নামে কেউ যদি রাষ্ট্রের ক্ষতি করে, সরকারের ক্ষতি করে তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে। কারণ আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
খাদ্যমন্ত্রী আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় তিনি বিএনপিকে নিয়ে সরকারের মাথা ঘামানোর সময় নেই বলেও মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা বা রায় নিয়ে আমাদের বলার কিছু নেই। এ ব্যাপারে আদালত যা ভালো মনে করেন তাই করবেন। এটা আইনের ব্যাপার।
খাদ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতি বিএনপিই ভালো বুঝে। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে আসবে কী আসবে না এটা তাদের ব্যাপার। সেসব নিয়ে সরকারের মাথা ঘামানোর সময় নেই। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করা ও রাজনীতির নামে দলটির নেতাদের ‘বিভ্রান্তিকর বক্তব্যেরও’ সমালোচনা করেন কামরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন দাশ।
/ এআর /
আরও পড়ুন