ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বিএনপির অনুষ্ঠানে আ’লীগ নেতা, মঞ্চ ত্যাগ রিজভীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৮ নভেম্বর ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতী দিবস (৭ নভেম্বর) উপলক্ষে রাজধানীর এফডিসি গেটে অনুষ্ঠিত জাসাস আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে আওয়ামী লীগ কর্মী আছেন এমন খবরে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজভী। 

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে এফডিসি গেটের বাইরে অনুষ্ঠিত আয়োজনে  এই ঘটনা ঘটে। 

এদিন জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী পরিষদের সদস্য এবং জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায় চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবি রিজভী। 

বিশেষ অতিথি ছিলেন- বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, সহ-সাংস্কৃতিক সম্পাদক  সাঈদ সোহরাব, চলচ্চিত্র  নির্মাতা জাকির হোসেন, সঙ্গীত শিল্পী হাসান চৌধুরী।

জানা গেছে, বিকাল থেকে সুশৃঙ্খল ও গোছানোভাবেই চলছিলো আয়োজন। অনুষ্ঠানের মধ্যমনি রুহুল কবির রিজভী নিজের বক্তব্য দেওয়ার অপেক্ষায় ছিলেন। হঠাৎ তার কাছে খবর আসে অনুষ্ঠানে আওয়ামী লীগের কর্মী রয়েছে। এটা শোনার পরপরই মঞ্চ থেকে নেমে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম-মহাসচিব।

তবে রুহুল কবির রিজভী চলে যাওয়ায় আলোচনা সভা পণ্ড হলেও কর্মীদের চাঙা রাখতে পূর্ব নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে আয়োজক নেতৃবৃন্দ। এতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দেশাত্ববোধক গান ও নাচ পরিবেশন চলে। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি