বিএনপির অবরোধে সারাদেশেই চলছে গণপরিবহন
প্রকাশিত : ১০:১৩, ১২ নভেম্বর ২০২৩ | আপডেট: ১০:১৭, ১২ নভেম্বর ২০২৩
বিএনপির অবরোধ অকার্যকর হয়ে পড়েছে। চতুর্থ দফার অবরোধেও রাজধানীসহ সারাদেশেই চলছে গণপরিবহন। মাঠে নেই নেতাকর্মীরা।
রাজধানীতে রোববার সকাল থেকে কোথাও পিকেটিং দেখা যায়নি। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে পণ্যবাহী গাড়িও।
খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় শহরসহ অন্য জেলাগুলোতেও চলছে যানবাহন। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন চলাচল করছে।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে উত্তরবঙ্গে কিছু বাসসহ চলছে পণ্যবাহী ট্রাক ও যানবাহন।
সারাদেশেই ট্রেন চলাচল স্বাভাবিক। দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছাড়ছে লঞ্চ। সড়ক মহাসড়কগুলোতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে বিএনপি ও সমমনাদের ডাকা চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্ট্যান্ডবাই রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন।
এএইচ
আরও পড়ুন