ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অচিরেই ভেঙে যাবে : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৩, ২৯ আগস্ট ২০১৮ | আপডেট: ০৯:৪৪, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অচিরেই ভেঙে যাবে। তিনি নবগঠিত যুক্তফ্রন্টকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহবান জানান।

আজ বুধবার রাজধানীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের দরকার হবে না। দেশে ফ্রি, ফেয়ার ও নিউট্রাল ইলেকশন হবে। প্রস্তুতি নিন।

জাতীয় নির্বাচনের আগে ফৌজদারী মামলার আসামিদের গ্রেফতার করা হবে এমন ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইনের চোখে যারা অপরাধী তাদের নির্বাচনের আগে গ্রেফতার না করার কোনো কারণ নেই।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি