বিএনপির ডাকা অবরোধে সাড়া নেই
প্রকাশিত : ১০:১৭, ৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৫:০২, ৫ নভেম্বর ২০২৩
বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধে সাড়া নেই। রাজধানীসহ সারাদেশেই গণপরিবহন চলাচল করছে। মাঠে নেই নেতাকর্মীরা। সর্তক অবস্থানে আছে আইনশৃঙ্খলাবাহীনীরা।
দ্বিতীয় দফা অবরোধে রোববার সকাল থেকেই রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। প্রধান প্রধান সড়কে দেখা যায়নি পিকেটিং। রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে পণ্যবাহী গাড়িও।
বিভাগীয় শহরসহ অন্য জেলাগুলোতেও চলছে যানবাহন। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচল করছে গণপরিবহন।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে উত্তরবঙ্গে বাস-সহ চলাচল করছে পণ্যবাহী ট্রাক ও যানবাহন।
সারাদেশেই ট্রেন চলাচল স্বাভাবিক। দক্ষিণাঞ্চল থেকে ঢাকার উদ্দেশে ছাড়ছে লঞ্চ। সড়ক মহাসড়কগুলোতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বরগুনায় বিএনপি’র অবরোধ কর্মসূচিতে কোন প্রভাব পরেনি এবং সকল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
এদিকে, কিশোরগঞ্জে ঢিলেঢালাভাবে চলছে অবরোধ কর্মসূচি। রাস্তায় রয়েছে ছোট ছোট পরিবহণ, তবে চলছে না দূরপাল্লার যানবাহন।
সিলেট নগরীসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। যান চলাচল স্বাভাবিক দিনের চেয়ে বেশ কম।
বরিশালে অবরোধে বিএনপি নেতা কর্মীদের এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি। অবরোধকে কেন্দ্র করে কোন ধরনের পিকেটিং কিংবা সহিংসতার ঘটনাও ঘটেনি। তবে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
এএইচ
আরও পড়ুন