ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

বিএনপির দেয়া সমঝোতার রাজনীতির প্রস্তাব ‘চটকদার’

প্রকাশিত : ০৯:৫২, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:৫৭, ২৪ মার্চ ২০১৬

বিএনপির কাউন্সিলে খালেদা জিয়ার দেয়া সমঝোতার রাজনীতির প্রস্তাবকে ‘চটকদার’ বলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ভিশন ২০৩০ বাস্তবায়নে কি পরিকল্পনা নেয়া হয়েছে, তা প্রকাশ না করায় এই রূপকল্পকে শুধু আক্ষরিক বলেই মনে করে দল দু’টির নেতারা। রাজনৈতিক দল হিসেবে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি নিয়ে সাত বছর পর কাউন্সিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি। কেউ কেউ একে লোক দেখানো আয়োজন বললেও, এই কাউন্সিলে ঘটা করেই দলের ভবিষ্যত কর্মপন্থা তুলে ধরেন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রতিহিংসার রাজনীতির বাইরে সমঝোতার প্রস্তাবও রাখেন তিনি। ক্ষমতার ভারসাম্যের ঘোষণাও আসে তার কাছ থেকে। তার সব কথাই পরে আলোচিত-সমালোচিত হয় নানা মহলে। আদৌ বিএনপি জাতীয় স্বার্থ রক্ষায় কর্মসূচী নিয়ে এগুবে কি-না, তা নিয়েও শংকা কম নেই। খালেদা জিয়ার ভিশন ২০৩০ কে আওয়ামী লীগের ভিশন ২০২১ এর কপি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের অভিমত হলো, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া পর্যন্ত বিএনপি’র কোনো বক্তব্যই গ্রহন যোগ্য হবে না। অন্যদিকে রাজনীতিতে খালেদা জিয়ার কাউন্সিল বক্তব্য শুনতে ভাল হলেও কার্যকরিতা নিয়ে সন্দিহান জাতীয় পার্টি। আওয়ামী লীগের মতো এই দলের নেতারাও বলছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীনই দূর্নীতিবাজদের প্রশয় দেয়া হয়। আগামী প্রজন্মকে বাসযোগ্য গনতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে হলে, প্রতিহিংসার রাজনীতি পরিহারের বিকল্প নেই বলেও মনে করেন এই রাজনীতিবিদরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি