বিএনপির ভিশন টুয়েন্টি -থার্টি
প্রকাশিত : ১৬:৩৫, ৫ মে ২০১৭ | আপডেট: ১৯:৩৫, ৫ মে ২০১৭
শিগগিরই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভিশন টুয়েন্টি -থার্টি রুপরেখা ঘোষনা করবেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রামে আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা পেলে যে কোন সময় নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপি।
রাজধানীর স্কয়ার হাসপাতালে প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অসুস্থ্য স্ত্রীকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচনকালীন সরকারসহ বিভিন্ন বিষয়ে শিগগিরই বিএনপি তার অবস্থান তুলে ধরবে।
এদিকে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর স্মরণ সভায় গয়েশ্বর রায় সরকারের বিরুদ্ধে ভারত তোষণ নীতির অভিযোগ করেন।
চট্টগ্রামে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ জঙ্গিবাদ নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। সরকারকে নির্বাচনী পরিবেশ সৃষ্ঠিরও আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা বক্তৃতা করেন।
আরও পড়ুন