বিএনপির মহাসচিব মনোনীত হয়েছেন মির্জা ফখরুল
প্রকাশিত : ১৪:৪৮, ৩০ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৪, ৩০ মার্চ ২০১৬
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির মহাসচিব মনোনীত করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা দেন রুহুল কবীর রিজভী। একই সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী এবং মিজানুর রহমান সিনহাকে কোষাধ্যক্ষ মনোনীত করারও ঘোষনা আসে।অন্যদিকে মহাসচিব ঘোষণার পরই পল্টন থানায় নাশকতার দুই মামলায় জামিন বাতিল করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় কাউন্সিল পরবর্তী নতুন কমিটির তিন সদস্যের ন া ম। মহাসচিব পদে মনোনয়ন দেয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন
এদিকে পল্টন থানার দুই মামলায় মির্জা ফখরুলের জামিন বাতিল করে দেয় মহানগর মেট্রোপলিটন হাকিম। পরে তাকে কারাগারে প্রেরন করা হয়।
দলের নতুন মহাসচিবের জামিন বাতিলের ঘটনায় নয়া পল্টন কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল করা হয়। জামিন বাতিলের ঘটনাকে সরকারের ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করতেই সরকার আবারও ধরপাকড় শুরু করেছে।
আরও পড়ুন