ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ গ্রুপের ১০ নেতাকর্মী আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৫ মে ২০১৭

হবিগঞ্জে দলীয় প্রতিপক্ষের হামরায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ গ্রুপের ১০ নেতাকর্মী আহত হয়েছে। শহরের মোতালিব চত্বরে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ এমরানের সাথে জি কে গউছের বিরোধ চলছে। শুক্রবার লাখাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে আসেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল। এ বিষয়ে আমিনুর রশিদকে অবগত না করায় তার সমর্থকরা সড়ক অবরোধ করে অন্য গ্র“পের উপর হামলা চালায়। । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি