বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ আর নেই
প্রকাশিত : ০৯:২৮, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৪৯, ২৮ মার্চ ২০১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ আর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। শোক জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্যাকেজ: গেল ৬ই সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে আ স ম হান্নান শাহকে ভর্তি করা হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। পরে ১১ ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে র্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালে চিকিৎসা চলছিল তার। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর থেকে আসে বিএনপির প্রবীন নেতা হান্নান শাহর মৃত্যুর সংবাদ। তার মৃত্যু সংবাদে বিএনপি নেতাকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের শান্তনা দিতে বনানীর বাসভবনে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। বুধবার সন্ধ্যায় হান্নান শাহর মরদেহ ঢাকায় আসবে বলে জানিয়েছেন তার স্বজনরা। মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাখালী ডিওএইচএসের জামে মসজিদে জানাজা হবে। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও জানাজা হবে। শুক্রবারে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহের দাফন করার কথা রয়েছে। হান্নান শাহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির সংকটকালসহ সুখে দুখে সরব ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিএনপি ক্ষমতায় থাকাকালে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন