ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিএসইসির চিঠির জবাব দিতে আইনজীবীর শরণাপন্ন ডিএসই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

 

কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের দেওয়া বিভিন্ন শর্তের ব্যাখ্যা আগামী রোববারের মধ্যে দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) চিঠি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর প্রেক্ষিতে বুধবার জরুরী বোর্ড সভা করেছে ডিএসই। সভায় পর্ষদের পক্ষ থেকে যথাসময়ে এ ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই ডিএসই তাদের আইনজীবীর সাথে আগামীকাল বৃহস্পতিবারাই বসবে। এরপর বিএসইসির চিঠির ব্যাখ্যা দেওয়া হবে।

বুধবার বৈঠকে থাকা এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএসইসি যেসব বিষয় জানতে চেয়েছে আমরা সে বিষয়টি জানি। বাজারের জন্য যেটি ভালো হয় বিএসইসির অনুমোদন সাপেক্ষে আমরা তাই করবো।

এদিকে গত মঙ্গলবার বিএসইসির পক্ষ থেকে চীনা কনসোর্টিয়ামের দেওয়া কিছু শর্তের ব্যাপারে ব্যাখ্যা জানতে চেয়ে চিঠি পাঠায় বিএসইসি। আগামী রোববারের মধ্যেই চিঠির জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, চায়না কনসোর্টিয়াম ডিএসইকে ৩০০ কোটি টাকার প্রযুক্তি সহায়তা দেবে বলে ডিএসই কর্তৃপক্ষ বললেও তাদের প্রস্তাবনায় এ বিষয়ে নিরপেক্ষ কোনো মূল্যায়ন নেই। কনসোর্টিয়াম ডিএসইকে যুক্তরাজ্যের আইন অনুযায়ী চুক্তির শর্ত দিয়েছে। এ বিষয়েও বিএসইসি ডিএসইর ব্যাখ্যা চেয়েছে।

এছাড়া কৌশলগত অংশীদারের বিষয়ে কোনো বিবাদ দেখা দিলে তার সমাধান লন্ডনের আন্তর্জাতিক সালিশি আদালতে সমাধান হতে হবে বলে শর্ত দিয়েছে চীনা কনসোর্টিয়াম। এ বিষয়েও বিএসইসি ডিএসইর ব্যাখ্যা চেয়েছে। এছাড়া যে কোনো নতুন শেয়ার ইস্যু, পরিচালকদের সংখ্যা পরিবর্তন, নতুন কোনো কৌশলগত বিনিয়োগকারী অন্তর্ভুকরণ এবং একক বা যৌথভাবে ১০ কোটি টাকার অধিক ঋণ গ্রহণ বিষয়েও চীনা কনসোর্টিয়ামের কিছু পর্যবেক্ষণ রয়েছে যা বাংলাদেশের আইনের পরিপন্থি এবং বিবেচনার সুযোগ নেই বলে মনে করছে বিএসইসি। একইসাথে এসব শর্ত মেনে নিলে চায়না কনসোর্টিয়ামের অনুমোদন ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না ডিএসই। তাই এ সব বিষয়ে ডিএসইর ব্যাখ্যা জানতে চায় বিএসইসি।

এদিকে কৌশলগত অংশীদার করতে চীনের সাংহাই ও শেনজেন স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয় ডিএসইর পরিচালনা পর্ষদ। বিষয়টি অনুমোদনের জন্য বিএসইসিতে পাঠানো হয়। সাথে ভারতীয় কনসোর্টিয়ামের প্রস্তাবনার বিভিন্ন তুলনামূলক দিকও তুলে ধরা হয়। আর এর মধ্য থেকে কোনটিকে অনুমোদন দেওয়া হবে তা বাছাই করে নিতে চার সদস্যের একটি কমিটি গঠন করে বিএসইসি।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি