ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৮, ৫ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ০৯:৫২, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক চেয়ারম্যান ও ডিন রুবাইয়াতকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ডিবির একজন কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে বেশি কিছু জানাতে রাজি হননি তিনি। 

জানা গেছে, গ্রেফতারকৃত শিবলী রুবাইয়াত আজ আদালতে সোপর্দ করা হবে।

বিএসইসির দায়িত্বে থাকার সময় শেয়ারবাজারে লুটপাটে সহায়তা করে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে সম্প্রতি তার পাসপোর্ট বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ মে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নেন। পুনর্নিয়োগ পেয়ে গত বছরের ১৬ মে তিনি আবার বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি