ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিএসএমএমইউর পথে খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৩, ৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:৩০, ৬ অক্টোবর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হারুন অর রশীদ। শনিবার বেলা তিনটার দিকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপি চেয়ারপারসনকে বিএসএমএমইউতে স্থানান্তরের জন্য বের করা হয়।

এর আগে শনিবার দুপুর থেকে কারা ফটকে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি বাড়তে থাকে। ফটকের সামনে আনা হয় ফায়ার সার্ভিসের গাড়ি। র‌্যাবের গাড়িকেও দেখা যায় ঘন ঘন টহল দিতে।

খালেদা জিয়া বিএসএমএমইউতে যেতে রাজি কি-না, তা জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত পজিটিভ।’

প্রসঙ্গত, জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় গত ফেব্রুয়ারিতে রায়ের পর থেকে খালেদা জিয়া বন্দি জীবন কাটাচ্ছেন। কারাগারে যাওয়ার পর গত এপ্রিল মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য একবার তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার হাই কোর্ট বিএসএমএমইউতে ভর্তির আদেশ দিলে তাতে রাজি হওয়ার আভাস আসে খালেদার অন্যতম আইনজীবী ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের কথায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি