বিএসএমএমইউ’র রেসিডেন্সি প্রোগ্রামের ফল প্রকাশ
প্রকাশিত : ২১:০৫, ১১ নভেম্বর ২০১৭
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন ফেজ-এ’র মার্চ-১৮ সেশনের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.bsmmu.edu.bd) এ ফল প্রকাশ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয় ফলাফল।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুয়েট ক্যাম্পাস ও ইডেন মহিলা কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬২টি ডিসিপ্লিনে ভর্তির জন্য ১০৯৯টি আসনের বিপরীতে ৮১৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষদভিত্তিক আসন সংখ্যা হলো- মেডিসিন অনুষদে পরীক্ষার্থী ছিল ৩৫৩৬ জন আসন সংখ্যা ৪৭৫টি, সার্জারি অনুষদে পরীক্ষার্থী ছিল ৩৩৩৮ জন আসন সংখ্যা ৪৫৯টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে পরীক্ষার্থী ছিল ৯৬৩ জন আসন সংখ্যা ১১৯টি এবং ডেন্টাল অনুষদে পরীক্ষার্থী ছিল ৩২৫ জন আর আসন সংখ্যা ৪৬টি।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
আর/ডব্লিউএন
আরও পড়ুন