বিকল্পধারার দুই নেতাকে দল থেকে বহিষ্কার
প্রকাশিত : ১৮:১৫, ১৩ অক্টোবর ২০১৮
বিকল্পধারা বাংলাদেশের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ অাহাম্মেদ বাদল এবং কৃষিবিষয়ক সম্পাদক জানে অালম হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি। তাদের বিরুদ্ধে দলবিরোধী কাযর্কলাপের জন্য তাদের বহিষ্কার করে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
আজ শনিবার সাবেক রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে জানা যায়, বাদলের নেতৃত্বে বিকল্পধারার কেন্দ্রীয় নেতাদের একটি অংশ জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। এ কারণে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
দলটির একটি সূত্র জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর থেকে শাহ আলম বাদলের সদস্যপদ স্থগিত ছিল। আজ শনিবার (১৩ অক্টোবর) বিকালে বারিধারায় বি চৌধুরীর বাসায় বিকল্পধারা বাংলাদেশের এক বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দলের মহাসচিব মেজর (অব) মান্নান, মাহী বি চৌধুরীসহ কয়েকজন নেতা উপস্থিত রয়েছেন।
এসএইচ/
আরও পড়ুন