ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে তারা। 

এদিন ঢাকায় থেকে ১৬ এপ্রিল সিলেট যাবে সফরকারীরা। সেদিন থেকেই শুরু হবে মাঠের অনুশীলন। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ৪ দিন সময় পাবে জিম্বাবুয়ে। 

২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট।  সেখান থেকে চট্টগ্রামের বিমান ধরবে দু'দল। সাগরীকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল। 

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। বাজে সময় পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড

ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কুরান, ট্রেভর গ্যান্ডু, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি