বিক্রি হবে ৮১ হাজার ফেসবুক ব্যবহারকারীর বার্তা
প্রকাশিত : ১৬:১৫, ৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:১১, ৩ নভেম্বর ২০১৮
বিগত কয়েক মাসে কয়েক দফায় বিশ্বব্যাপী হ্যাকিং এর শিকার হন ফেসবুক ব্যবহারকারীরা। প্রায় ১২০ মিলিয়ন হ্যাক হওয়া আইডির মধ্যে প্রায় ৮১ হাজার আইডির ফেসবুক বার্তা বিক্রির উদ্যোগ নিয়েছে হ্যাকাররা। এসব আইডির ব্যবহারকারীরা বিভিন্ন সময় অন্য ব্যবহারকারী বা বিজনেস পেজের সাথে এসব বার্তা আদান প্রদান করেছিলেন।
বিবিসি রাশিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, একদল হ্যাকার একটি ইংরেজি ওয়েব সাইটে এসব তথ্য বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। প্রাথমিকভাবে এসব আইডির ক্ষমতা ফিরে পেতে ব্যবহারকারীদের কাছ থেকে প্রতি অ্যাকাউন্টের জন্য ১০ মার্কিন সেন্ট মূল্য বেঁধে দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, এসব আইডির মধ্যে বেশিরভাগই ইউক্রেন এবং রাশিয়ার ব্যবহারকারীদের। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং অন্যান্য দেশের ব্যবহারকারীদের আইডিও আছে এতে।
চলতি বছরের সেপ্টেম্বরে এসব তথ্য বিক্রির একটি অনলাইন বিজ্ঞাপন প্রকাশিত হয়। মূলত এরপরেই ফেসবুকের হ্যাকিং বিষয়টি সামনে চলে আসে। এফবি সেলার নামের একটি আইডি থেকে ঐ বিজ্ঞাপনে বলা হয়, “আমরা ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য বিক্রি করি। আমাদের ডাটাবেজে ১২০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য আছে”।
তবে এই বিষয়ে এখনও নিজেদের দায় মেনে নিতে চাচ্ছে না ফেসবুক। এক বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়, ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থায় কোন ত্রুটি হয়নি বরং ত্রুটিযুক্ত ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করায় কিছু তথ্য পেয়েছে হ্যাকাররা। ফেসবুকের নির্বাহী গায় রোজেন বলেন, “আমরা ব্রাউজার নির্মাণকারীদের সাথে কথা বলেছি যেন তারা নিশ্চিত করে যে, তাদের ব্রাউজারে এমন ত্রুটিযুক্ত এক্সটেনশন আর না থাকে। একই সাথে আমরা আইনশৃংখলা বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি এবং একসাথে কাজ করে যাচ্ছি যেন, ফেসবুকের তথ্য প্রদর্শন করে এমন বিজ্ঞাপন অনলাইনে থাকতে না পারে”।
তবে বিজ্ঞাপনকারীদের দেওয়া তথ্য সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ডিজিটাল শ্যাডো’কে দিয়ে যাচাই বাছাই করিয়েছে বিবিসি। ডিজিটাল শ্যাডো নিশ্চিত করে যে, প্রদর্শিত আইডিগুলোর নমুনা তথ্য সঠিক।
রাশিয়ার পাঁচজন ফেসবুক ব্যবহারকারীর সাথে যোগাযোগ করেছে বিবিসি রাশিয়া। তারা নিশ্চিত করে যে, বিজ্ঞাপনে প্রদর্শিত তথ্যগুলো তাদের আইডি থেকে হ্যাক করে হস্তগত করা হয়েছে। এগুলোর মধ্যে একটি ছবিতে এক ব্যবহারকারীর অবকাশকালীন ছুটি দেখা যায়। আরেকটিতে এক ব্যবহারকারীর একটি চ্যাট বার্তা দেখা যায়। আর একটি বার্তায় এক লোক তার জামাই সম্পর্কে অভিযোগ করছেন এমনটা দেখা যায়। সর্বোপরি বাকি দুই ব্যবহারকারী হলেন প্রেমিক-প্রেমিকা। তাদের অন্তরঙ্গ প্রেমালাপের বার্তাও প্রকাশ করা হয় বিজ্ঞাপনে।
সূত্রঃ বিবিসি
//এস এইচ এস//
আরও পড়ুন