ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিক্ষোভের মুখে জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ৪ জুন ২০১৮

সরকারের কৃচ্ছতা সাধন কর্মসূচির প্রতিবাদে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের মুখে জর্ডানে প্রধানমন্ত্রী হানি মুলকি পদত্যাগ করেছেন। জর্ডান সরকার সম্প্রতি কর বৃদ্ধি ও সরকারি ব্যয় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যার অংশ হিসেবে কয়েকদিন আগে পার্লামেন্টে নতুন একটি কর বিল প্রস্তাব করা হয়। ওই কর বিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সমর্থিত বলে জানায় সরকার।

ওই বিলের প্রতিবাদে রাজধানী আম্মানে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বাদশাহ আব্দুল্লাহর কাছে তাকে সরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছে।

গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ বলে জানায় বিবিসি। শনিবার রাতে বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ রাজধানীর বিভিন্ন সড়ক আটকে দেয় এবং টিয়ার গ্যাসের শেল ছোড়ে।

বাদশাহ আব্দুল্লাহ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর মধ্যেই প্রধানমন্ত্রী হানির পদত্যাগের ঘোষণা এলো।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি