ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিখ্যাত টাওয়ার ধসে পড়ার আশঙ্কায় ইতালিতে রেড এলার্ট জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ২ ডিসেম্বর ২০২৩

যে কোনো সময় ধসে পড়তে পারে ইতালির হেলানো টাওয়ার। এর ফলে পুরো দেশ জুড়ে রেড এলার্ট জারি করা হয়েছে। চার ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকা গ্যারিসেন্দা মিনার বরাবরই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয়। খবর সিএনএন

১৫০ ফুট লম্বা টাওয়ারটি ভেঙে পড়লে বড়সড় বিপত্তি ঘটার আশঙ্কা রয়েছে। ফলে খালি করা হচ্ছে চত্বর। ইটালির বলোগনা অঞ্চলে রয়েছে গ্যারিসেন্দা টাওয়ার। যা পিসার মিনারের থেকে সামান্য কম হেলে রয়েছে। পিসার টাওয়ার যেখানে পাঁচ ডিগ্রি হেলে সেখানে গত প্রায় ১ হাজার বছর ধরে ৪ ডিগ্রি হেলে পড়েছে এই সৌধটি। 

ইটালির বলোগনা অঞ্চলের গ্যারিসেন্দা টাওয়ারের উচ্চতা ১৫০ ফুট। জানা গেছে ১৪ শতাব্দিতে এই টাওয়ারের ওপর ভ্রমণের নির্দেশ দেয় তৎকালীন প্রশাসন।

টাওয়ার দুটি ১১০৯ ও ১১১৯ সালের মধ্যে নির্মিত হয়েছিল। এর আগে একবার হেলে পড়ায় ১৪ শতকে গ্যারিসেন্দা টাওয়ারের উচ্চতা কমিয়ে আনা হয়েছিল। ইতালির বিখ্যাত কবি দান্তের দ্য ডিভাইন কমেডি কবিতাতেও টাওয়ারটির কথা উল্লেখ রয়েছে।

গ্যারিসেন্দা টাওয়ারটির কাত হয়ে থাকার দিক কিছুটা পরিবর্তনের কারণে গত অক্টোবর সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এবার এটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো।  

শহরের কাউন্সিল টাওয়ারটি সংরক্ষণের জন্য পদক্ষেপ শুরু করেছে। তারা জানিয়েছে, টাওয়ারের চারপাশে দেয়াল নির্মাণ করা হচ্ছে। এ দেয়ালের কারণে টাওয়ারটি ধসে পড়লে এর ধ্বংসাবশেষগুলো বাইরে ছড়িয়ে পড়বে না। সেই সঙ্গে এটি আশপাশের ঘরবাড়ি ও মানুষকেও রক্ষা করবে। তাছাড়া টাওয়ারের চারপাশ ঘিরে ধাতব নেটও লাগানো হবে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি