বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামেই যার নামকরণ (ভিডিও)
প্রকাশিত : ১১:১১, ১৮ অক্টোবর ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রিয় কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামেই যার নামকরণ। দূরন্ত প্রাণবন্ত শেখ রাসেল হতে চেয়েছিলেন আর্মি অফিসার। পাহাড়সম ব্যক্তিত্ব বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত ধমনীতে, তাই সুউচ্চ গ্রীবা কখনো নত করেননি। ভবিষ্যৎ নেতৃত্বের ছায়া পড়েছিল রাসেলের চোখেমুখে। পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতে মায়ের কাছে যেতে চেয়েছিলেন শিশু রাসেল। ঘাতকের বুলেট চিরতরে নিস্তব্ধ করে দিয়েছিল। বেঁচে থাকলে আজ পা রাখতেন ৬০ বছরে।
১৯৬৪ সালের ১৮ অক্টোবর। ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধু ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার কোল আলো করে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল।
বিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড ইউলিয়াম রাসেলের অনুরাগী শেখ মুজিবের মুখে তার দর্শনশাস্ত্র শুনে বেগম মুজিব ছোট ছেলের নাম রাখেন রাসেল।
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী ছিলেন। প্রটোকল ছাড়াই সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। সহপাঠীদের কাছে নেতৃত্বগুণে রাসেল ছিলেন সবার প্রিয়।
১০ বছরের ছোট্ট জীবনে অধিকাংশ সময়ই পিতাকে দেখেছেন কারান্তরীণ। পরিবারের সঙ্গে কাটানো দুর্লভ মুহূর্তগুলোই সেলুলয়েডে বন্দী ইতিহাস। পিতার একান্ত সান্নিধ্যে রাসেল হয়ে উঠেছিলেন আদর্শ সন্তান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট, বত্রিশের রক্তাক্ত সিঁড়ি, চিলেকোঠা কিংবা বারান্দার দেয়ালে প্রতিধ্বনিত হয়েছিল একটাই শব্দ-আমি মা’র কাছে যাব।
ছোট্ট রাসেলের অকৃত্রিম ব্যক্তিত্বে বঙ্গবন্ধুর দৃঢ়তা-ঘাতকের কাছে আতঙ্কা ছিল, তাই প্রাণ দিতে হয়েছে। বেঁচে থাকলে হতে পারতেন বঙ্গবন্ধুর আদর্শের নেতৃত্বের উত্তরাধিকার।
এএইচ