ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিচারপতি আনসার আলীর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৮:১৮, ৫ জুলাই ২০১৯ | আপডেট: ০৯:৩৬, ৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

প্রখ্যাত আইনজীবী ও বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে এবং ১৯৬৮ সালে তদানীন্তন পাকিস্তান সুপ্রিম কোর্টে আইন পেশায় আত্মনিয়োগ করেন।

ছাত্রাবস্থায় তিনি মহান ভাষা আন্দোলনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় নেতৃত্ব দেন। ১৯৭১ সালে স্বাধীনতার সংগ্রামেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

তার কনিষ্ঠ পুত্র বিচারপতি আহমেদ সোহেল হাইকোর্টের একজন বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানীর মরহুমের কবর প্রাঙ্গণে এবং নওগাঁয় গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, আলোচনা সভা, কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি