ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, হাইকোর্টের সাবেক বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট।

এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী জামে মসজিদে পবিত্র কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন হয়েছে। তার সন্তানগণ (কায়সার, খালেদ ও শীরিন) সকলকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করতে অনুরোধ করেছেন।

বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ এ উপলক্ষে শীঘ্রই স্মরণসভার আয়োজন করবে।

আবু সাঈদ চৌধুরী ১৯৭১ এর ১৫ মার্চ পাক হানাদার বাহিনীর গুলিবর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন ছাত্র নিহত হওয়ার প্রদিবাদে উপাচার্যের পদ হতে পদত্যাগ করেন। পরবর্তীতে প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তি সংগ্রামের স্বপক্ষে বিশ্ব জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে কোলকাতা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্তর অফ ল এবং বিশ্বভারতী দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি