ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিচারপতি আব্দুল জব্বার খানের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ০৯:১৫, ২৩ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৪ সালের আজকের এই দিনে ঢাকার গুলশানে নিজ বাসভবনে মারা যান তিনি।

বিচারপতি আব্দুল জব্বার খান ১৯০১ সালের ১ জানুয়ারি বরিশলের বাবুগঞ্জ থানার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। আইন ব্যবসা ও বিচার বিভাগে যোগদানের পর পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি পদে উন্নীত হন তিনি। অবসরে যাওয়ার পর মুসলিম লীগের রাজনীতিতে যোগ দিয়ে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় তার কবরে ফাতেহা পাঠ ও নিজ গ্রাম বাহেরচর ক্ষুদ্রকাঠিতে দোয়া মাহফিল এবং বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে বিচারপতি আব্দুল জব্বার খান পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হবে। 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি