বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:৫৫, ৩ এপ্রিল ২০২০
উপমহাদেশের বিশিষ্ট আইনবিদ বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৯ সালের আজকের এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতিসংসদ আজ দোয়া ও কোরআনখানির আয়োজন করেছে।
সৈয়দ মাহবুব মোর্শেদ ১৯১১ সালের ১১ জানুয়ারি কলকাতার এক সল্ফ্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যারিস্টারি ডিগ্রি অর্জন শেষে ১৯৫১ সালে ঢাকা হাইকোর্ট বারে যোগ দেন তিনি। পাকিস্তান প্রতিষ্ঠার পর হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।
সামাজিক দায়বদ্ধতার কারণে বিচারপতি মাহবুব মোর্শেদের কর্মক্ষেত্র ছিল অনেক প্রসারিত। এ কারণে একপর্যায়ে তিনি প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে শামিল হন। বিচারপতি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ মামলার ঐতিহাসিক ও সময়োপযোগী রায় দিয়ে স্বৈরশাসনের মধ্যেও আইনের শাসন সমুন্নত রাখেন তিনি।
বিচারপতি মোর্শেদের বাংলা-ইংরেজি ছাড়াও কয়েকটি ভাষায় দখল ও পান্ডিত্য ছিল। আইন ছাড়াও তিনি সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতি বিষয়ে বহু প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। গণতন্ত্রের পক্ষে তিনি ছিলেন একজন অবিচল প্রবক্তা।
এসএ/