ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

বিচারপতিদের ঘাড়ে সওয়ার হয়ে ষড়যন্ত্র করছে বিএনপি: হানিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২৩ আগস্ট ২০১৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এবার বিচারপতিদের ঘাড়ে সওয়ার হয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে।


বুধবার দুপুরে সিলেটে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে বিচারপতিদের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন।


ষোড়শ সংশোধনীর আপিলের রায়ের পর্যবেক্ষণে জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা দখলকারী বলেছে উল্লেখ করে হানিফ বলেন, মির্জা ফখরুলরা এটাকে মেনে নিয়ে স্বীকার করে নিয়েছেন যে তারা অবৈধ ক্ষমতা দখলকারীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতা।


অবৈধ ক্ষমতা যারা দখল করে তার দ্বারা সৃষ্ট সব কর্মকাণ্ড অবৈধ হিসেবে বিবেচিত হয়। সেই হিসেবে বিএনপিও আজ অবৈধ দল বলে মনে করেন হানিফ। এই অবৈধ দলের নেতা হিসেবে জাতিকে নসিহত করার কোনো সুযোগ নেই, সেটার প্রয়োজনও নেই।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলার সহ সভাপতি মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব এহতেশামুল হক দুলাল, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী প্রমুখ।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি