ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বিচারব্যবস্থাকে বিএনপিই কলুষিত করেছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ১৭ অক্টোবর ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশের আদালতে বিচারিক ব্যবস্থায় এমন কোনও কিছু পরিলক্ষিত হয়নি যেটাকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে। তবে বিচারব্যবস্থাকে যদি কেউ কলুষিত করে থাকে, তাহলে সেটা করা হয়েছে বিএনপির আমলে।

আজ বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, যারা এ নির্বাচন কমিশনের ভেতরে থেকে এই নির্বাচনটাকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের স্বপ্ন সফল হবে না।

এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতাকর্মীরা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি