ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিচ্ছেদ নয়, একসঙ্গে বরুণ-নাতাশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিচ্ছেদ হয়ে গেছে বরুণ-নাতাশার। ‘জুড়ুয়া টু’-এর শুটিংয়ের সময় তপসি পান্নুর সঙ্গে সাক্ষাতের জের ধরে বরুণ ধাওয়ানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বান্ধবী তপসির বিচ্ছেদ হয়েছে। এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল সর্বত্র। কিন্তু, বিচ্ছেদের সেই গুঞ্জন মুছে ফেলে আবারও একসঙ্গে সময় কাটালেন বরুণ এবং নাতাশা।

সম্প্রতি মুম্বইয়ের ব্যান্দ্রা এলাকায় একসঙ্গে ক্যামেরাবন্দি হন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। বরুণ এবং নাতাশার সঙ্গে তাঁদের এক বন্ধুকেও দেখা গেছে। তাদের যে বিচ্ছেদ হয়েছে তা এতো দিন চারিদিকে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো। তবে এই জল্পনা উড়িয়ে এবার নাতাশার সঙ্গে খুবই খোশ মেজাজে দেখা গেল ডেভিড ধাওয়ানের ছেলেকে।

বর্তমানে ‘সুই ধাগা’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ধাওয়ান। ওই সিনেমায় বরুণের বিপরীতে আছেন আনুশকা শর্মা। ইতিমধ্যে ‘সুই ধাগা’র প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। আর তা দেখে বরুণ এবং আনুশকার ভক্তদের মধ্যেও উচ্ছ্বাসও দেখা গেছে বেশ।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি