বিচ্ছেদের স্মৃতি ভুলে একে অপরকে আলিঙ্গন করলেন শাহিদ-করিনা
প্রকাশিত : ১৬:০৪, ৯ মার্চ ২০২৫

একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, যে চুম্বন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো, তা আজ শুধুই নস্ট্যালজিয়া! শুধুই পড়ে ছিল পুরনো ক্ষত, পুরনো ব্যথা। বলিউডের আর পাঁচজন তারকাযুগল বিচ্ছেদের পথে হাঁটলেও প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখেন। সেই তালিকায় আমির-কিরণ, হৃতিক-সুজানের পাশাপাশি আরও অনেকেই রয়েছেন।
তবে শাহিদ কাপুর এবং করিনা কাপুর কিন্তু এ যাবৎকাল সেই পথে হাঁটেননি। বিচ্ছেদের পর একে-অপরের সঙ্গে কথা বলা তো দূর, মুখ দেখাদেখিও বন্ধ ছিল তাদের মধ্যে। কোনো অনুষ্ঠানে হঠাৎ দেখা হলে একে অপরকে এড়িয়ে চলতেন তারা।
তবে এবার প্রাক্তন প্রেমিকার সঙ্গে তিক্ততা মিটিয়ে ‘জাব উই মেট’ মুহূর্ত উপহার দিলেন ‘আদিত্য’ শাহিদ কাপুর।
সম্প্রতি, জয়পুরে একটি অনুষ্ঠানে আবারও দেখা হয় তাদের, তবে এবারের দৃশ্য ছিল একেবারেই আলাদা। একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে কথা বললেন তারা এবং পরে পর্দার আদিত্য ও গীতের মতো একে অপরকে আলিঙ্গন করলেন প্রকাশ্যে।
শাহিদ ও কারিনা কী কথা বলেছেন তা সঠিকভাবে জানা যায়নি, তবে অনেকের ধারণা, তারা হয়তো সৌজন্যমূলক কথাবার্তা বলেছেন বা একসঙ্গে কাজ করার দিনগুলোর স্মৃতিচারণ করেছেন। কিছু মানুষের মতে, তারা নিজেদের বর্তমান জীবন নিয়েও কথা বলেছেন।
যদিও বেশিরভাগ দর্শক তাদের একসাথে দেখে ইতিবাচক মন্তব্য করেছেন, কিছু মানুষ মনে করেছেন এটি হয়তো কেবল অভিনয় ছিল, ক্যামেরার সামনে পুরনো সম্পর্কের দিকটি প্রকাশ না করতে পেরে তারা এমনটা করেছেন। একসময় শাহিদ ও কারিনা পর্দায় এবং বাস্তব জীবনেও প্রেমে ছিলেন, তবে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাদের একসাথে কোনো দৃশ্য দেখা যায়নি। এমনকি “উড়তা পাঞ্জাব” সিনেমাতেও তারা একসঙ্গে উপস্থিত হননি।
২০০৭ সালে ব্রেকআপের আগে শাহিদ কাপুর আর কারিনা কাপুরের প্রেম নিয়ে বেশ চর্চা ছিল বিটাউনে। ইমতিয়াজ আলির ‘জাব উই মেট’ ছবির শুটিং চলাকালীন সময়ে তাদের বিচ্ছেদ হয়ে যায়। তাদের প্রেম ভাঙার খবরে তোলপাড় বলিউড! কারণ তার ঠিক মাসখানেক আগেই এই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হয়ে পড়েছিল।
শাহিদ-কারিনার একে-অপরের ঠোঁটে ঠোঁট রাখার মুহূর্ত দেখে অনেকেই চোখ ঢেকেছিল।
এরপর কেটে গেছে ১৮ বছর। যে যার সংসারে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন। এবার সেই পুরনো ‘ক্ষত’, মান-অভিমানের বরফ গলিয়ে প্রকাশ্যেই প্রাক্তন প্রেমিক শাহিদকে বুকে টেনে নিলেন কারিনা কাপুর। যে বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা।
এসএস//