ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বিজিএমইএ ভবন ভাঙার কাজ চলছে (ভিডিও)

প্রকাশিত : ১৫:১৯, ১৬ এপ্রিল ২০১৯

অবশেষে রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ। ভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সব ইউটিলিটি সার্ভিস বিচ্ছিন্নের কাজ চলছে। গত বছর ২রা এপ্রিল সর্বোচ্চ আদালত ভবনটি অপসারণে বিজিএমইএকে ১ বছর ১০ দিন সময় দেন। সে সময় শেষ হয়েছে গেলো ১২ এপ্রিল।

সকালে রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন ভাঙার কাজ প্রস্তুতি শুরু হয়।

রাজউক পরিচালক প্রশাসন খন্দকার অলিউর রহমান সাংবাদিকদের বলেন, বহুতল বিজিএমইএ ভবন ভাঙার কাজে সার্বিকভাবে প্রস্তুত রয়েছে তারা।

মালামাল সরিয়ে নেওয়ার পর ভাঙার কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

এর আগে সকাল থেকে বিজিএমইএ ভবনের সামনে রাজউক কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা অবস্থান নেন। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে ভবন ভাঙার গাড়ি।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি