ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

বিজিএমইএর ১৬ তলা ভবনটি ভাঙ্গতে হবে ৯০ দিনের মধ্যে

প্রকাশিত : ১৮:৪৩, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৩, ৯ নভেম্বর ২০১৬

দেশের সব আইন লঙ্ঘন করে নির্মিত বিজিএমইএ ১৬ তলা ভবনটি ৯০ দিনের মধ্যে ভাঙ্গতে হবে বলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করা হয়েছে। ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে বিজিএমইকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন বলে জানান বিজিএমইএ সভাপতি । বেগুনবাড়ী খাল ও হাতিরঝিল প্রাকৃতিক জলাধার। রাজধানী ঢাকাকে জলাবদ্ধতা থেকে রক্ষায় এ দুটি জলাধারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জলাধারের বৈশিষ্ট্য পরিবর্তন করে বাণিজ্যিক ভবন করা সম্পূর্ণ আইনগত কর্তৃত্ববহির্ভূত। তাই বিজিএমইএর ১৬ তলা ভবনটি ৯০ দিনের মধ্যে  নিজ খরচে ভাঙ্গতে হবে বলে আপিল বিভাগের পূর্নাঙ্গ রায়ে বলা হয়। নথি ও তথ্য বিশ্লেষণ করে রায়ে বলা হয়, ‘দেশের সব আইন লঙ্ঘন করে বিজিএমইএ ভবনটি নির্মাণ করা হয়েছে, যা অবিলম্বে ভেঙে ফেলার দাবি রাখে। এদিকে আপিলে রায়ের বিরুদ্ধে রিভিউ করবে বলে জানিয়েছেন বিজিএমইএর সভাপতি। ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট ঐ ভবনকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করেন। রায়ে ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি