ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজিপি-বিজিবি পতাকা বৈঠকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:৪০, ২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সাথে পতাকা বৈঠকে বসেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি করে মিয়ানমার। সামরিক পিকআপ, ট্রাক ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে বিপুল সংখ্যক বিজিপি সদস্য অবস্থান নেয় শূন্য রেখা থেকে দেড়শ গজ ভেতরে। এর ফলে রোহিঙ্গাদের মধ্যে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এছাড়াও মিয়ানমার সেনাবাহিনী শূন্য রেখায় থাকা রোহিঙ্গাদের সরে যাওয়ার জন্য মাইকিং করে। পরে রাতে ফাঁকা গুলি ছোড়ে দেশটির সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে গতকালই পতাকা বৈঠকের আহবান জানায় বিজিবি। অবশেষে আজ শুক্রবার বিকেলে পতাকা বৈঠকে বসে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি